The Illusionist (2006)

Movie Review in Bengali

ভিয়েনা 1889 সাল, দরিদ্র কাঠমিস্ত্রির ছেলে এডওয়ার্ড আইজেনহেইম এর চলার পথেে একদিন গাছের নিচে বসে থাকা একজন যাদুকরের সাথে দেখা হয়, সেই যাদুকর অবিশ্বাস্য কিছু যাদু দেখিয়ে নিজেই অদৃশ্য হয়ে যায় এডওয়ার্ডের সম্মুখ হতে। এডওয়ার্ড ভুলতে পারে না সে যাদুর কথা, অন্যান্য কাজের মাঝে যতো ধরনের যাদুবিদ্যার কারুকাজ সে শিখতে থাকলো নিজের চেষ্টাতে। তার সে চেষ্টার এক দৃশ্যে ভিয়েনাতে অতিথি হাংগেরীর কাউন্টেস সোফি মুগ্ধ হয়ে হাত বাড়ালো বন্ধুত্বের। বন্ধুত্বর পর্যায়টি একসময় অতিক্রম হয়ে আরো ভিন্ন মাত্রায় পৌছে গেলো, কিন্তু রাজকুমারীর পরিবার এভাবে একজন দরিদ্র কাঠমিস্ত্রির ছেলের সাথে মেলামেশা বন্ধ করবার জন্য গৃহবন্দী করলেন রাজকুমারীকে, আর ভয় দেখিয়ে ছেড়ে দেয়া হলো এডওয়ার্ডকে। তার পরদিন থেকে এডওয়ার্ডকে আর সে শহরে খুজে পাওয়া গেলো না।

১৫ বছর পর এডওয়ার্ড তার শহরে ফিরে এলো, সে এখন খুবই বড় মাপের যাদুকর, যাদু দেখিয়ে মানুষের মনের কৌতহল সৃষ্টিতে তার জুড়ি নেই। যাদু বিদ্যার আয়োজনে আবার দেখা হলো তার সোফির সাথে, কিন্তু সোফি তখন ভিয়েনার রাজকুমার এবং পরবর্তী সম্রাট লিউপল্ডের কথিত বাগদত্তা। ভালোবাসার ভাষা সময়,কাল, স্থান,পরিণতি সব কিছুর উর্দ্ধে তাই এডওয়ার্ড আর সোফি সামাজিক, রাজনৈতিক, ব্যাক্তিগত সব সংস্কার ভুলে গিয়ে ফিরে গেলো তাদের কৈশোরের স্মৃতি ভরা আবেগময় সময়েে। এডওয়ার্ডের ফিরে আসা, তার জন্য সোফির অপেক্ষা আর ক্রাউন প্রিন্সের অবস্থান সবকিছুর মিলে এক ভয়াবহ পরিণতিতে কাহিনি আবর্তিত হয়। লিউপল্ডের হাতে সোফির মৃত্যু ঘটে, আর তার পর বোবা কন্ঠে এডওয়ার্ড ঘুরে বেরায় সমাজ, আইন অতি জাগতিক শক্তির কাছে এই অবিচারের বিচার চেয়ে।

ছবির মূল গল্পটি দর্শকের নিজ দৃষ্টিতে উদঘাটনের জন্য আমার বর্ণনা বিস্তারিত করলাম না। যদি দেখেন চমকৃত হতেও পারেন।

কাহিনি প্রগ্রেশন স্ক্রিপ্ট মোটামোটি গাটবাধাঁ, পল জিওম্যাটি, এডওয়ার্ড নরটন, জেসিকা বেল, রুফাস সিওয়েল এর উপস্থিতি ঘটনামাফিক অভিনয় প্রশংসনীয়। রটেন টমেটো বা আইএমডিবি এর উচ্চমাত্রার রেটিংও পাওয়া ছবিটি। কাঠমিস্ত্রীর ছেলে আর রাজকুমারীর ভালোবাসার পরিনাম দেখার জন্য ছবিটি দেখতে পারেন যারা দেখেননি, আরা যারা দেখেছেন তাদের নতুন করে কিছু বলার নেই। ***

black blue and yellow textile
black blue and yellow textile