The Score (2001) : Movie Review in Bengali
মুভিটি সবাই হয়তো দেখে থাকবেন, অন্যসময় দেখবেন বলে রেখে দেবার মতো ছবি এটা নয়। ফ্রান্সিস ফোর্ড ক্যাপোলার দু সময়ের দু জন গডফাদারের মানে ডন ভিটো কর্লেয়নীর রুপদানকারীর একই সাথে স্ক্রীণ শেয়ার করেছেন এ ছবিটিতে, সাথে আছে এডওয়ার্ড নরটনের এক অনন্য চরিত্রের স্বার্থক অভিনয়।
ম্যাক্স (মারলন ব্র্যান্ডো) একজন প্রোফেশনাল ক্রাইম অর্গানাইজার, দুর্লভ, নিষিদ্ধ এবং মূল্যবান জিনিসের গুপ্ত আদান প্রদান করে থাকেন তিনি, তবে তা খুবই সর্ন্তপনে ও সঙ্গোপনে। তার সব চেয়ে প্রিয় বন্ধু (কার্য উদ্ধারে সিদ্ধহস্ত ব্যাক্তি) নিক ওয়েলস (রর্বাট ডি নিরো) যেকোন ছোট বড় সিন্দুক খোলায় সিদ্ধহস্ত ও নিখুত পরিকল্পনাকারী । ম্যাক্সের হাতে একটি গুরুত্বপূর্ণ কাজ আসলো, একটি সেপ্টার (রাজদন্ড) যা ফ্রান্সের জাতীয় সম্পদ, মন্ট্রিল, কানাডা কাষ্টম হাউজ থেকে চুরি করতে হবে, যার বিনিময় মূল্য ৪ মিলিয়ন ডলার (২০০১ সালে চার মিলিয়ন ডলার বেশ বড় অংকের টাকাই ছিল)। ম্যাক্স কাজটি পেয়ে দেরি না করে নিকের স্বরনাপন্য হলেন।
নিক খুব হিশেবী মানুষ, খুব বেছে জীবন ও পেশাকে সময় দেন, তার পেশাকে তিনি তার আশে পাশে কোন সময়ই বিস্তার করেন না, যা করেন তা দুর বহুদুরে যাতে, কোন দমকা বাতাস তাকে স্পর্শ না করতে পারে। ম্যাক্সের অফারকে নিক মোটামোটি অস্বিকার করলেন, বললেন এ কোনভাবেই সম্ভব নয়। ম্যাক্স বললেন আমার কাষ্টম হাউজের ভেতরে লোক আছে যে তোমাকে সাহায্য করবে। ম্যাক্সের অনেক অনুরোধ ও তার জীবনে শেষ একটি বড় কাজ করার বহুদিনের স্বপ্নের কারণে নিক রাজী হলেন। প্রবেশ হলো জ্যাক টেলারের (এডওয়ার্ড নরটন) নতুন যুগের স্বাধিন মনের উঠতি চোর সে, ডিসিপ্লিন সে মানতে রাজি না, আবার ইমপ্রোভাইজেশন এ ওস্তাদ। সে কাষ্টম হাউজে একজন অটিষ্টিক জেনিটর হিশেবে রাত্রিকালীন ডিউটি করে। দুজনের মত ও পরিকল্পনার অমিলের মাঝে অগ্রসর হলো চুরির আবহ প্রস্তুতি। সবশেষে পরিকল্পনামাফিক কি সব কিছু হলো, নাকি ড্রামাটিক ক্লাইমেক্সে কাহিনী ঘুরে দারালো তা দেখার আমন্ত্রণ রইলো মেম্বারদের কাছে।
ফিল্ম-ক্রিটিক হিসেবে প্রথম পুলিৎজার পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান রজার ইবার্ট স্বয়ং ২০০১সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিকে বলেছেন "the best pure heist movie in recent years." রটেন টমোটো (৭৩%) ও রেটিং দিয়েছে ছবিটিকে। দেখবার আহ্বান রইলো।….
(বানান ভুল হলে ক্ষমাপ্রার্থী)।